গাছ লাগান পরিবেশ বাচান। মাদক কে না বলুন । আপনার সন্তানকে স্কুলে পাঠান। সময়মত পৌরকর পরিশোধ করুন । ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন । আপনার শিশুকে টিকা দিন । শিশুর জন্ম নিবন্ধন করুন । আপনার শহর পরিষ্কার রাখুন ।

কোটালীপাড়া পৌরসভা ফটো গ্যালারি

কোটালীপাড়া পৌর সুপার মার্কেট কোটালীপাড়া পৌর সুপার মার্কেট ১৫ইং আগষ্ট জাতীয় শোক দিবস 15-08-2021 অফিসে আলোক সজ্জা জন্ম শতবার্ষিকী উপলক্ষে অফিস আলোক সজ্জা ১০১তম জন্ম দিনের কেক মুজিব শতবর্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pourashava

আমাদের সকল সাম্প্রতিক তথ্য

কোটালীপাড়া পৌরসভা

‌‌"এক নজরে পৌরসভা:-"

বিসমিল্লাহির রহমানির রাহিম,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিময় কোটালীপাড়ার ঘাঘর ইউনিয়নের আংশিক এলাকাকে ১৯৯৭ সালের ৩০শে মার্চ তৎকালীন আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা করেন। প্রথমে এই পৌরসভা ”গ” শ্রেনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তখন আয়তন ছিল ২.০৬বর্গ কি:মি:।

প্রিয় নগর বাসী,

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতায় গত ০৭/০৭/২০০৯খ্রি: তারিখে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক কোটালীপাড়া পৌরসভাকে “খ” শ্রেনীতে উন্নীত করা হয়। সম্মানিত পৌরবাসীর সহযোগীতায় ২৫/১১/২০১৫ খ্রি: তারিখে কোটালীপাড়া পৌরসভা “ক” শ্রেনীতে উন্নীত করা হয়। তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই পৌরসভার আয়তন সম্পূর্ন ঘাঘর ইউনিয়ন কে অর্ন্তভূক্ত করে ১০.৯৭ বর্গ কি:মি: এলাকা নিয়ে সম্প্রসারন করা হয়। কোটালীপাড়া পৌসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল:-২৫/০২/১৯৯৯ইং তারিখে, দ্বিতীয় নির্বাচন:২০০৫ইং তারিখে, তৃতীয় নির্বাচন:-১৭/০১/২০১১ইং তারিখে, চতুর্থ নির্বাচন:-২৯/০৩/২০১৮ইং তারিখে, পঞ্চম নির্বাচন:-২০/০৩/২০২৩ইং তারিখে জনসংখ্যা:-১৯,৪১৬জন, পৌর ভবন-০২টি, পৌর ভবন ও প্রকল্প ভবনের নিজস্ব জমির পরিমান:-৯.৯৩ একর।

কোটালীপাড়া পৌরসভার ভিশনঃ-
কম সময়ে সকল পৌরবাসীর কাছে সব নাগরিক সুবিধা পৌছানোর ব্রত নিয়ে, কোটালীপাড়া পৌরসভার সৃষ্টি হয়েছে। পরিকল্পিত নগরায়ন, দূষন মুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরন পানি ও ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ, উন্নত শিক্ষা ব্যবস্থা, ও প্রতিটি পৌরবাসীর সব ধরনের নাগরিক সেবা প্রদানই কোটালীপাড়া পৌরসভার এক মাত্র লক্ষ্য।

কোটালীপাড়া পৌরসভার মিশনঃ-
কোটালীপাড়া পৌরসভার সকল উন্নয়ন প্রকল্প বাস্তাবায়ন করে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে, পৌরসভা ইতিমধ্যে মহাপরিকল্পনা (মাষ্টারপ্লান) প্রণয়নের কাজ শেষ করিয়াছে। উক্ত মাষ্টার প্লান অনুযায়ী যাবতীয় কাজ ভুমির ব্যবহার, রোড নেটওয়ার্ক পরিকল্পনা যানবাহন ব্যবস্থা পরিকল্পনা, পানি নিস্কাশন, পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এর মাধ্যমে সকল প্রকার স্থাপনা নির্মান, পরিচালনা ও নিয়ন্ত্রন করা সম্ভব হবে। বিভিন্ন সরকারী ও বেসরকারী অনুদানের মাধ্যমে গৃহীত প্রকল্প সমূহ দ্বারা পৌরসভা, রাস্তা-ঘাট, ড্রেন সহ অবকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাচ্ছে। কোটালীপাড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তিত করার মাধ্যমে জনগনের কাছে সকল পৌরসেবা নিশ্চিত করাই বর্তমান মেয়র মহোদয়ের একমাত্র লক্ষ্য।

ডিজিটাল পৌরসভা:-
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে কোটালীপাড়া পৌরসভা যথাযথ ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহন করেছে। এই লক্ষ্যে একটি ওয়েব সাইট ওপেন করা হয়েছে। ২১শতকের সাথে সামঞ্জস্য রেখে চলার জন্য ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রিক অটোমেশিনের প্রয়োজনীয়তা অপরিসীম। এই ওয়েব সাইট, বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের সাথে কোটালীপাড়া পৌরসভার যোগাযোগ রক্ষার আন্তরিক প্রচেষ্টার একটি প্রতিফলন। কোটালীপাড়া পৌরসভার মানুষের জীবনযাত্রার নানা উন্নয়নে গৃহীত বিভিন্ন ধরণের উন্নয়নমূলক প্রকল্প ও উদ্যোগ সর্ম্পকে সকল ধরণের তথ্য পৌরবাসীসহ সকলে এই ওয়েব সাইটের মাধ্যমে অবগত হতে পারবেন। নাগরিক কল্যাণের জন্য পৌরসভার সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবব্ধ। এই ওয়েব সাইটের মাধ্যমে পৌরসভার সেবাসমূহ আর ও সহজেই মানুষের দোরগোড়ায় পৌছানো সম্ভব হবে। আমি বিশ্বাস করি আমাদের ই-সেবা পৌর এলাকাসহ প্রত্যেক নাগরিকের কাছে পৌছাবে। আপনারা আপনাদের কম্পিউটার ও মোবাইল এর মাধ্যমে আমাদের ই-সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আমাদের ই-সেবার পরিধি দিন দিন সম্প্রসারিত করা হবে। অবশেষে আমি আশা করি সবাই ওয়েব সাইটি নিয়মিত ভিজিট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে ওয়েব সাইটটি আপডেট করার জন্য আমাদের সহযোগিতা করবেন, যেন আমরা আমাদের ই-সেবার পরিধি সর্বদা নতুন ভাবে উপস্থাপন করতে পারি।